বন্দরে মাদক বিক্রেতা পরিবারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দর নুরবাগ এলাকায় একটি চিহ্নিত মাদক বিক্রেতা পরিবারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।

 

বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে নুরবাগে এলাকাবাসী ওই পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে এ ঝাড়ু মিছিল করে।

 

সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডস্থ নুরবাগ এলাকার শতাধিক নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এবং পরিবারটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানায়।

 

এ সময় তারা বলেন, নুরবাগ এলাকায় দীর্ঘদিন ধরে একটি পরিবার মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে বেরাচ্ছে। সে পরিবারটি হচ্ছে ভূইট্টা আবুল পরিবার। বুইট্টা আবুলের ছেলে রায়হান একজন মাদক সেবী, মাদক বিক্রেতা ও চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করে। তাকে শেল্টার দিচ্ছে তার পরিবার। সে একাধিক মাদক মামলার আসামী। নুরবাগ এলাকাটি এই একটি পরিবারের জন্য আতঙ্কিত। কে বা কারা তাকে মাদক ব্যবসার বিরোধে পিটিয়ে জখম করেছে অথচ তার পরিবার নুরবাগ যুবসংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ এর নাম জড়িয়ে ব্যক্তিগত আক্রোশে মামলার আসামী বানিয়েছে। রাজু আহমেদের নেতৃত্বে এই নুরবাগে একাধিকবার মাদক বিরোধী সমাবেশ, সমাজসেবামুলক কর্মকান্ড চলে আসছে। খেলাধুলা আয়োজন করে যুবকদের উৎসাহিত করা হয়ে থাকে।

 

 

স্থানীয়দের দাবি, মাত্র একটি পরিবারের জন্য নুরবাগ সমাজ কলুষিত হতে পারে না। আমরা এই মাদক পরিবারটির বিরুদ্ধে প্রশাসনের কর্মকর্তাদের ব্যবস্থা নিতে ও সৃষ্ট ঘটনায় মামলার প্রকৃত দোষীদের তদন্তপূর্বক গ্রেফতার ও শাস্তি দাবী করছি।

 

 

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com