নড়াইলে ডেঙ্গু রোগীর চিকিৎসার দায়িত্ব আমার: মাশরাফী

নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নড়াইলে ডেঙ্গুকে আক্রান্ত সকল রোগীর চিকিৎসার দায়িত্ব নিজের বলে মন্তব্য করেছেন জাতীয় দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা। তিনি বলেছেন, নড়াইল সদর হাসপাতালে আসা ডেঙ্গুতে আক্রান্ত রোগীর দায়িত্ব আমার। প্রত্যেকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

 

মাশরাফী আরও বলেন, ঈদের ছুটিতে অনেকেই রাজধানী থেকে নড়াইলে আসবেন। তখন যাতে ডেঙ্গুর প্রকোপ না বাড়ে সেজন্য আগাম ব্যবস্থা নেয়া হবে।

 

মাশরাফীর নিজ অর্থায়নে হাসপাতালগুলো ডেঙ্গু সনাক্তকরণ মেশিনও বসানোর ব্যবস্থা করা হবে।

 

এর আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে নড়াইল সদর হাসপাতালের শুন্য পদে নিয়োগের জন্য মন্ত্রীকে অনুরোধ জানান।

 

স্বাস্থ্য সচিব ও উপ-সচিব জরুরীভিত্তিতে শুন্যপদে চিকিৎসক দেওয়ার পাশাপাশি একজন এনেসথেসিয়া পদায়নের ব্যবস্থার বিষয়টি মাশরাফীকে আশ^স্ত করেন।

 

 

সেই চিকিৎসকদের স্বপদে বহালে অনুরোধ মাশরাফীর

নড়াইলের কর্তব্যে অবহেলার অভিযোগে বরখাস্ত হওয়া সেই চার চিকিৎসককে স্বপদে বহালের অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা।

 

গত ২৫ এপ্রিলে সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনের সময় চার চিকিৎসককে হাসপাতালে অনুপস্থিত থাকার পরে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

 

বরখাস্ত হওয়া সিনিয়র কনসালটেন্ট সার্জারি ডাক্তার আকরাম হোসেন, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি ডাক্তার শওকত আলী, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি ডাক্তার রবিউল আলম ও মেডিকেল অফিসার এ এস এম সায়েমকে আবারও স্বপদে বহালে জন্য স্বাস্থ্য সচিবের কাছে অনুরোধ করেন মাশরাফী।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com