পূজা উদযাপন পরিষদকে পাগলনাথ মন্দির কমিটির শুভেচ্ছা

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নবগঠিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লার পাগলনাথ মন্দির কমিটির নেতারা।

 

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় পাগলনাথ মন্দির কমিটির সভাপতি শিবু দাস, সাধারণ সম্পাদক ডা. অনিল ও সাংগঠনিক সম্পাদক রাজীব তালুকদারের নেতৃত্বে একটি দল তাদের শুভেচ্ছা জানায়।

 

এসময় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন ও মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহার হাতে মন্দির কমিটির নেতারা পুষ্পস্তবক তুলে দেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন-পাগলনাথ মন্দির কমিটির যুগ্ম-সম্পাদক ধনুদাস পোদ্দার ও সদস্য পরিমল মণ্ডল ।

 

প্রসঙ্গত গত ২৭ জুলাই দীপক ও শিপনের নেতৃত্বে জেলা ও অরুণ-উত্তমের নেতৃত্বে মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com