জেলা ছাত্রলীগের চমক সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান সৌরভ
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম : নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি এবারে চমকে ভরপুর। কমিটির বেশিরভাগ নেতাই নতুন মুখ। তবে এ কমিটির সবচেয়ে বড় চমক হচ্ছে -সাংগঠনিক সম্পাদক। এ পদে দায়িত্ব দেয়া হয়েছে কাশীপুরের কৃতি সন্তান মাহবুব হাসান সৌরভকে।
সৌরভ ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলের ভাগিনা ও কাশীপুরের পরিচিত মুখ গোলাম হায়দারের ছেলে।
শুধু সৌরভ নয়, কাশীপুরে আরো ৪জনকে রাখা হয়েছে এ কমিটির বড় পদে। কাশীপুর থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি হয়েছেন- ভোলাইলের শরীফ হোসেন। সহসভাপতি হয়েছেন দীপ্ত শিকদার। দীপ্ত শিকদার কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোমেন শিকদারের পুত্র। কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন-মাজেদুর রহমান নাসিম। এবং উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক হয়েছেন রুবেল হোসেন। রুবেল ছাত্রলীগের পুরোনো কর্মী। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত আলম সানীর সাথে মূলত: তার বেশ সখ্যতা।
কমিটিতে স্থান পাওয়ার পরে প্রেসবাংলাকে দেয়া এক প্রতিক্রিয়ায় চারজনের প্রায় অভিন্ন বক্তব্য। কমিটিতে তাদের যে পদ দেয়া হয়েছে তা রক্ষার জন্য আগামীদিনে কাজ করে যাবেন।
প্রসঙ্গত সোমবার (২৮ জুলাই) জেলা ও মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্র সংসদ। ১৮৮ জনের ওই জেলা কমিটিতে আজিজুর রহমান আজিজকে সভাপতি ও আশরাফুল ইসমাঈল রাফেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১৮৮ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে ৪০জন সহসভাপতি, ১১জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১জন সাংগঠনিক সম্পাদক ও ২৯জনকে সদস্য রাখা হয়েছে।
একইদিন নারায়ণগঞ্জ মহানগর কমিটিও অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। হাবিবুর রহমান রিয়াদকে সভাপতি ও হাসনাত রহমান বিন্দুকে সাধারণ সম্পাদক করে মহানগরের ১৬৬ সদস্যের কমিটি অনুমোদন করা হয়। রিয়াদ আগের কমিটির আহবায়ক ও বিন্দু যুগ্ম আহবায়ক ছিলেন।