জেলা ছাত্রলীগের সহসভাপতি হলেন মুসলিমনগরের সাখাওয়াত

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হয়েছেন মুসলিমনগর নয়াবাজার এলাকার সাখাওয়াত হোসেন। সোমবার কেন্দ্রীয় কমিটির দেয়া অনুমোদিত পূর্ণাঙ্গ জেলা কমিটিতে তাকে সহসভাপতি রাখা হয়েছে।

 

অতীতের কর্মতৎপরতা ও শ্রম ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়ার পেছনে কাজ করেছে বলে মন্তব্য করেন জেলা ছাত্রলীগের এই সহসভাপতি।

 

কমিটিতে স্থান পাওয়ার পরে প্রেসবাংলাকে দেয়া এক প্রতিক্রিয়ায় সাথাওয়াত হোসেন বলেন, অতীতের কর্মকা-ের ভিত্তিতে সংগঠন আমাকে মূল্যায়ণ করায় আমি এই সংগঠনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমি প্রধানমন্ত্রী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও তার পূত্র অয়ন ওসমানকেও আন্তরিক ধন্যবাদ জানাই। জেলা কমিটির সাধারণ সম্পাদক হওয়ায় রাফেল প্রধানকে অভিনন্দন। রাফেল প্রধান বিভিন্ন সময় রাজনৈতিক দিকনির্দেশনা দেয়ায় তার প্রতিও আমি কৃতজ্ঞ।

 

 

প্রসঙ্গত সোমবার (২৮ জুলাই) জেলা ও মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্র সংসদ। ১৮৮ জনের ওই জেলা কমিটিতে আজিজুর রহমান আজিজকে সভাপতি ও আশরাফুল ইসমাঈল রাফেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

১৮৮ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে ৪০জন সহসভাপতি, ১১জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১জন সাংগঠনিক সম্পাদক ও ২৯জনকে সদস্য রাখা হয়েছে।

 

একইদিন নারায়ণগঞ্জ মহানগর কমিটিও অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। হাবিবুর রহমান রিয়াদকে সভাপতি ও হাসনাত রহমান বিন্দুকে সাধারণ সম্পাদক করে মহানগরের ১৬৬ সদস্যের কমিটি অনুমোদন করা হয়। রিয়াদ আগের কমিটির আহবায়ক ও বিন্দু যুগ্ম আহবায়ক ছিলেন।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com