ফতুল্লায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ গ্রেফতার ১

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা এলাকার ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ষ্টেডিয়ামের সামনের চেক পোষ্ট থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের স্টিকসহ নিতাই কর্মকারকে (৫৫) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

শনিবার (২৭ জুলাই) দুপুরের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম এলাকায় পুলিশ চেক পোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিতাই কর্মকার শহরের নন্দিপাড়া ডিএন রোড এলাকার মৃত নারায়ণ কর্মকারের পুত্র। নিতাই কর্মকার শহরের কালীর বাজার এলাকায় শিল্পী জুয়েলার্স নামের দুটি স্বর্ণ ব্যবসার অন্তরালে দীর্ঘদিন যাবৎ চোরাকারবারীর সাথে জড়িত রয়েছে ।

 

রোববার ২৮ জুলাই বেলা ১১ টায় ফতুল্লা থানায় স্বর্ণ চোরাকারবারীর অভিযোগ এনে ৪১৩ দঃ বিঃ তে ১১৩(৭)১৯ নং মামলা দায়েরের পর ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলম সোমবার ২৯ জুলাই আসামী নিতাই কর্মকারের বিরুদ্ধে রিমান্ড শুনানীর দিন ধার্য্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

 

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) হাসানুজ্জামান জানান, গ্রেফতারকৃত নিতাই কর্মকার স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত, তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে ৪১৩ ধারায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত নিতাই কর্মকর্তার কালিরবাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী বলে জানা গেছে ।

 

ফতুল্লা থানা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র আরো জানায়, সম্প্রতি শহরের কালীরকাজারের কার্তিক জুয়েলার্স, প্রিয়াংকা জুয়েলার্স সহ প্রায় ৬/৭টি জুয়েলারী দোকানের মালিক লক্ষন বর্মন ও মতি জুয়েলার্স থেকে চোরাই স্বর্ণসহ কর্মচারীকে আটক করে ফতুল্লা থানা পুলিশ । এমন চোরাই কারবারীর সাথে অনেকেই জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে । যাদের একটি তালিকাও রয়েছে প্রশাসনের হাতে ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com