না’গঞ্জে ট্রেণ লাইনচ্যুত!

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচালকারী যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।

 

রোববার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় গেন্ডারিয়ার দয়াগঞ্জ ব্রিজের আগে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল আড়াই ঘণ্টা বন্ধ ছিল।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুরের দিকে ছেড়ে যাওয়া ৭টা ৩৫ মিনিটের ট্রেনটি দয়াগঞ্জ ব্রিজের আগে একটি কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই ঢাকা থেকে উদ্ধারকারীরা গিয়ে লাইন মেরামত করেন।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com