নদী দখলকারী যত প্রভাবশালী হউক না কেন ছাড় দেয়া হবে না : মন্ত্রী তাজুল ইসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন, নদী দখলকারী যতই বড় প্রভাবশালী হউক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।  সকল মিল ফ্যাক্টরীর মালিকরা আইন মেনে চলতে হবে। কোন অবস্থাতে তারা নদীতে বর্জ্য ফেলতে পারবে না। এ ব্যাপারে সরকার কঠিন অবস্থানে রয়েছে। নদী দখল রোধে আমাদের প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করে দিয়েছে। সেই কমিটি নদী দখল রোধে কাজ করছে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ কার্যালয়ের হল রুমে মেঘনা নদী দুষন দখল রোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নে এক জবাবে তিনি বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এ বিষয়টি নিয়ে ঢাকার দুটি সিটি করপোরেশনকে নিয়ে আমরা সমন্বয়ে কাজ করে যাচ্ছি। ডেঙ্গু রোগ নিয়ে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহন করেছে। ডেঙ্গুর চিকিৎসার জন্য সারা দেশের হসপিটাল গুলোতে কঠোর ভাবে বলা হয়েছে এবং ডেঙ্গু রোধে নানা ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

মতবিনিময় সভায়  স্থানীয় সরকারের সচিব হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এফইজি) আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন ও আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রনালয়ের সচিব ও ঢাকা বিভাগের জেলা প্রশাসক, প্রকল্প পরিচালক, উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com