গুজবে কান দিবেন না: ওসি আসলাম

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: যারা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তারা দেশের শত্রু উল্লেখ করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেছেন, ছেলেধরা বলতে কোন কিছু নাই। একটি বিশেষ চক্র দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে গুজব ছড়াচ্ছে। তাই আমরা কেউ গুজবে কান না দিয়ে দেশে শান্তি উশৃংখল বজায় রাখি। আমরা আমাদের বাংলাদেশকে দূর্নীতিমুক্ত দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চাই।
রোববার (২৮ জুলাই) কাশীপুর দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে গণসচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা অসৎ উদ্দেশে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা বলে গুজব ছড়াচ্ছে তাদেরকে সনাক্ত করতে হবে। তারা যারা গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল সৃষ্টি করছে তারা দেশের শত্রু। আমরা সচেতন হতে হবে যাতে করে কেউ গুজব ছড়িয়ে অরাজকতা সৃষ্টি করতে না পারে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি আসলাম হোসেন বলেন, তোমরা দেশ ও জাতির একমাত্র ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিয়ে যেতে সবার আগে তোমাদের ভূমিকা রাখতে হবে। আর তোমাদের ভাল মানুষ হতে হবে। তোমরা বিদ্যালয়ে আসা যাওয়ার ক্ষেত্রে কোন ধরনের ভয় পাবে না। গুজবে কোন কান দিবে না। তোমাদের কোন সমস্যা হলে আমাকে এবং তোমাদের স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফউল্লাহ বাদল ভাইকে ফোন করে জানাবে। আমরা তোমাদের সব থাকবো। তোমরা ভাল ভাবে লেখাপড়া করে দেশ ও জাতির মুখ উজ্জল করবে সেই প্রত্যাশা করছি।
গণ সচেতনতা সপ্তাহের মতবিনিময় সভায় দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, স্কুলের ম্যানোজিং কমিটির অভিভাবক সদস্য আশরাফুল আলম, এমএ সাত্তার, সরদার সালাউদ্দিন, বিশ্বাস লুৎফর রহমান, সফিউদ্দিন খন্দকার তপন, জুয়েল প্রধান, দিপালী নাগ, স্কুলের প্রধান শিক্ষক হুমায়ন কবির রতন প্রমুখ।