আমার রাস্তায় নামতে হবে : শামীম ওসমান

প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে আওয়ামী লীগই আওয়ামী লীগের শত্রু বলে দাবী করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেছেন, বাংলাদেশে এখন শুধুমাত্র দুটি দল রয়েছে একটি আওয়ামী লীগ অন্যটি এন্টি আওয়ামী লীগ। জামায়াত বিএনপি কোন শক্তিশালী দল না। তারা আওয়ামী লীগের ক্ষতি করতে পারবে না। ক্ষতি নিজের দলের লোকেরাই করে। বর্তমানে আমি ছাড়া সবাই আওয়ামী লীগ। অনেকেই আওয়ামীলীগের ধারক বাহক সাজতে চান।

শনিবার (২৭ জুলাই) দুপুরে বাঁধন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাংসদ শামীম ওসমান আরও বলেন, ৭৫ এর আগেও এরকম অনেক নাটক হয়েছিল। নাটক যত বেশি হবে তত বেশি পিছন থেকে আঘাত হানবে। আমার উপর দেশের প্রথম আরডিএক্স বোমা হামলা হয়েছিলো। কারন আমি গোলাম আজমকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেছিলাম।

তিনি বলেন, আমার রাস্তায় নামতে হবে। নারায়ণগঞ্জে খেলা চলছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। এই ঘাঁটিকে ভাঙ্গার জন্য অনেকে মিলেই খেলা খেলছেন। যারা খেলছেন তাদের উদ্দেশ্য বলি, বয়স ৫৮ বছর হয়ে গেছে, মানসিকভাবে এখনও ১৮ বছর রয়ে গেছে। আমরা যখন খেলতে নামবো তখন আমরা কাউকে মানবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কাউকে মানি না আর মানবো না।

 

তিনি হিন্দুধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন, আমি সাম্প্রদায়িক শব্দটি ঘৃণা করি। আপনি নিজেকে সংখ্যালঘু ভাববেন তখনই আপনার উপর হানা হবে।এজন্য আপনি নিজেই দোষী। কেন চিন্তা করবেন আপনি সংখ্যালঘু। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাঙ্গালী।

 

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপণ পরিষদের সমন্বয়ক ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপণ পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার ব্যানার্জী, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রী কমিটির সাবেক সভাপতি জয়ন্ত সেন দিপু, সাবেক সাধারণ সম্পাদক এড. তপন কুমার পাল, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক সাগর হালদার।মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই দে, মহানগর পূজা কমিটি সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা প্রমুখ।

 

সম্মেলন শেষে দীপক কুমার সভাপতি ও শিখন সরকার শিপনকে সাধারণ সম্পাদক করে জেলা পূজা উদযাপন পরিষদের ও অরুন কুমারকে সভাপতি এবং উত্তর কুমারকে সাধারণ সম্পাদক করে মহানগর পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষনা করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com