সোনারগাঁও প্রেসক্লাব নির্বাচনে অসিত সভাপতি, তুষার সাধারণ সম্পাদক
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়নগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের নির্বাচনে অসিত কুমার দাস ও আল আমিন তুষার পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করে।
শুক্রবার (২৬জুলাই) দিনব্যাপি নির্বাচনী আবহে ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের সোনারগাঁও প্রতিনিধি অসিত কুমার দাস, সহ-সভাপতি পদে দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের আল আমিন তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, অর্থ সম্পাদক পদে দৈনিক সমকালের সোনারগাঁও প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ডেসটিনি পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি খায়রুল আলম খোকন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক ভোরের পাতা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মশিউর রহমান, সাংবাদিক কল্যাণ সম্পাদক পদে দৈনিক সংবাদ চর্চার সোনারগাঁও প্রতিনিধি দীপন সরকার, দপ্তর সম্পাদক পদে দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আনিছুর রহমান, নির্বাহী সদস্য পদে দৈনিক মুক্ত খবরের মনির হোসেন ও দৈনিক দেশকাল পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হীরালাল বাদশা বিজয়ী হয়েছেন। নির্বাচনে দুটি পরিষদ গঠন করে এ নির্বাচনে অংশ নেয়।
নির্বাচনে সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সদস্য প্রধান নির্বাচন কমিশনার আবু সাইদ মো. আমানউল্লাহ, নির্বাচন কমিশনার কাজী মো. সেলিম রেজা। এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য ও বাংলা টিভির স্টাফ রিপোর্টার মাসুদ শায়ান। ভোট গ্রহন শেষে অসিত- তুষার পরিষদকে বিজয়ী ঘোষনা করে নির্বাচন কমিশন।