মাদাকাসক্ত ছেলেকে পুলিশে দিল মা

সোনারগাঁও সংবাদদাতা, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে পুলিশের কাছে সোপর্দ করেন এক মা।

 

২৫ জুলাই বৃহস্পতিবার  উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকাসক্ত ছেলে রিফাত (২৫) কে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

 

পুলিশ কর্মকর্তা এস আই আজাদ জানান, পৌরসভার সাহাপুর গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছে । টাকার জন্য প্রায় সময় পরিবারে ঝগড়া বিবাদ করে অশান্তি সৃষ্টি করতো সে। বিভিন্ন সময়ে সে টাকার জন্য গর্ভেধারণী নিজের মায়ের সাথে খারাপ ব্যবহার করতো। অবশেষে মা ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমাদের হাতে সোপর্দ করেন।

 

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত মাদকাসক্ত ছেলে রিফাত কে ৬ (ছয়) মাসের সাজা প্রদান করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com