ইয়াবা সম্রাট বদির ভাতিজা বেনাপোলে আটক !

বেনাপোল সংবাদদাতা, প্রেসবাংলা২৪ডটকম:  বেনাপোল ইমিগ্রেশন পুলিশ অস্ত্র,মাদক সহ একাধিক মামলার আসামি শাহজাহান নামে এক পাসপোর্ট যাত্রীকে ভারত যাওয়ার সময় আটক করেছে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে। আটককৃত শাহজাহান কক্সবাজার জেলার টেকানাফ থানার লেংগোবিল গ্রামের জাফর আহম্মেদ এর ছেলে এবং সাবেক আলোচিত মাদক সম্রাট এমপি আব্দুর রহমান বদির ভাইয়ের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন এর সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বলেন,তার নামে অস্ত্র মাদক সহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়া নিশেধাজ্ঞা রয়েছে।সে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয়।তাকে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।

 

বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন,তার পাসপোর্ট ব্লক ছিল তাই ইমিগ্রেশন আটক করে থানায় হস্তান্তর করেছে। সে কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাতিজা । এছাড়া সে টেকনাফ থানার শ্রমিকলীগের সভাপতি।

 

যশোর এর নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, যদি কারো পাসপোর্টে বিদেশ গমনে বাধা থাকে তবে সে বিদেশ যেতে পারবে না। সে অনুযায়ী ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com