রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু!
রূপগঞ্জ সংবাদদাতা, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে পিকআপ ভ্যানের সাথে নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় আরো ৮ জন।
২৩ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় এ দূর্ঘটনা ঘটে ৷ নিহত ব্যাক্তিরা হলেন, রাব্বী (২২), সাহাবুদ্দিন (৩৫) ও জাহাঙ্গীর (৩৬)৷ এছাড়া আহত হয়েছেন আরো আটজন ৷ আহত ও নিহতদের সকলের বাড়ি পটুয়াখালী ও পিরোজপুরে ৷ আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাউছিয়া এলাকা থেকে কাঁচপুরগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন: ১৭-২১৮৬) কনর্গোপ এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্রমিক বোঝাই নসিমন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনে থাকা তিন শ্রমিকের মৃত্যু হয়। এ সময় পিকআপ ভ্যান ও নসিমনে থাকা গাড়ি শ্রমিকসহ আহত হয় আরো ৮ জন। আহত ও নিহতদের সকলের বাড়ি পটুয়াখালী ও পিরোজপুর এলাকায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।