নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে কানাইনগর ছোবহানীয়া কলেজ ভবন!

নিজস্ব সংবাদদাতা, প্রেসবাংলা২৪ডটকম:  দরপত্রে আছে এক রকম, কিন্তু বাস্তবে মিলল অন্যরকম। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে হচ্ছে সদর উপজেলার বক্তাবলীর কানাইনগর ছোবহানীয়া স্কুল এন্ড কলেজের নতুন ভবনের কাজ! অভিযোগ রয়েছে প্রভাবশালী ঠিকাদার অধিক মুনাফার লোভে কলেজ ভবনের কাজে নিম্নমানের রড, ইট ও সিমেন্ট সহ অন্যান্য সামগ্রী ব্যবহার করছেন।
স্থানীয়দের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের একটি অসাধু চক্রের সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকাশ্যে এ কাজ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, এভাবে শিক্ষা প্রতিষ্ঠানের টাকা লুট হতে পারে না। কলেজ কমিটি কেন এসব কাজের প্রতিবাদ করলো না। তিনি হতাশা প্রকাশ করে বলেন, কলেজ কমিটি এ দুর্নীতির সাথে জড়িত। রডের পরিবর্তে বাশ দিলেও তারা চুপ থাকত।
অভিযোগ রয়েছে ৬০ গ্রেডের রড ও এক নম্বর ইট দেয়ার কথা থাকলেও সেখানে ৪০ গ্রেডের রড ও ৩ নম্বর ইট দেয়া হচ্ছে। এছাড়াও নিম্নমানের সিমেন্ট ও উচ্ছিষ্ট বালু ব্যবহার করা হচ্ছে। সরেজমিনে এসব অভিযোগের সত্যতা মিলেছে।
এসব অভিযোগ প্রসঙ্গে কানাইনগর ছোবহানীয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রেসবাংলাকে বলেন, বেশ কয়েকবার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দরপত্রের কাগজপত্র দেখতে চাইলেও তারা আমাদের দেখাননি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার গোলাম মোস্তফা। তিনি বলেন, দরপত্রে ৪০ গ্রেডের রড লেখা আছে। এসব অভিযোগ সঠিক নয়। তবে তিনি প্রকৌশলীর মোবাইল নম্বর দিতে অপারগতা প্রকাশ করেন।
সাব ঠিকাদার জিয়াউর রহমান কাছে ফোন করলে তিনি প্রেসবাংলাকে জানান,  আমি সাব কন্ট্রাকে কাজ করছি এ বিষয়ে আমাদের মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের গোলাম মোস্তাফা সাহেব বলতে পারবেন ।
তবে এবিষয়ে প্রকৌশলীকে কয়েকবার ফোন দিয়ে পাওয়া যায় নি ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com