নিজের নগ্ন দৃশ্য ইনস্টাগ্রামে পোস্ট করলেন অমলা পাউল (ভিডিওসহ)

প্রেসবাংলা২৪ডটকম: সিনেমায় নগ্ন দৃশ্যের ব্যবহার এবং তা নিয়ে বিতর্ক এটা নতুন কিছু নয়। সেই বিতর্কে নতুন সংযোজন হয়েছে ভারতের তামিল ছবি ‘আদাই’। ‘আদাই’ সিনেমায় নগ্ন অভিনয় করে অমলা পাউল নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ।

 

টিজার প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে অমলা পাউল অভিনীত এই ছবি। ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা চরমে থাকলেও নগ্নতাকে প্রচার করা ও তামিল সংস্কৃতি ধ্বংসের অভিযোগে এই ছবির বিরুদ্ধে সম্প্রতি মামলা করেছেন তামিলনাড়ুর এক রাজনীতিক নেতা।

 

 

তামিলনাড়ুর আনাইথু মাক্কাল কাটচি দলের প্রতিষ্ঠাতা রাজেশ্বরী প্রিয়া। তিনিই তামিল সংস্কৃতির অবমাননার বিষয় নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তিনি চেয়েছিলেন হলে এই ছবির প্রদর্শনী বন্ধ করতে। কিন্তু তাঁর মামলা প্রদর্শনী বন্ধ করতে পারেননি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া এই ছবির।

 

 

‘আদাই’-এ অভিনয়ের জন্য ইতিমধ্যেই সিনেমা প্রেমীদের একাংশ অমলার প্রশংসায় পঞ্চমুখ। অবশ্য কেউ কেউ তাঁর সমালোচনাতেও করছেন । এর মধ্যেই গতকাল ওই ছবির নগ্ন দৃশ্যটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন অমলা। তার পরই ভাইরাল হয়েছে সেটি।

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com