নিখোঁজ স্বামীকে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন
প্রেসবাংলা২৪ডটকম: নিখোঁজ স্বামী আওলাদ হোসেনকে খোঁজে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন রুপগঞ্জের কাঞ্চন উপজেলার জান্নাতুল নাঈম শিমলা।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আকুতি জানিয়ে বলেন, গত ২২ জুলাই রাত ৯টার দিকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিক্সাযোগে বাড়ি ফিরার পথে মাইক্রো বাসে ৩জন অজ্ঞাত ব্যাক্তি ডিবি পরিচয়ে থাকে তুলে নিয়ে যায়। পরবর্তিতে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাচ্ছি।
এ সময়ে তার কাছ থেকে জানা কাঞ্চন পৌরসভার নির্বাচনে সতন্ত্র প্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশার সর্মথন জানিয়েছেন নিখোঁজ আওলাদ হোসেন। তবে কাউকে সন্দেহ বা কোন শত্রু নেই বলে জানান তার স্ত্রী শিমলা।
সংবাদ সম্মেলনে শিমলা তার স্বামী আওলাদকে খোজে পেতে প্রশাসনের কাছে অকুল আবেদন জানান।