কলাবাগান ও মাছের খামারে দূর্বৃত্তদের ধংসযজ্ঞ, কৃষকের মাথায় হাত!
বরগুনা সংবাদদাতা, প্রেসবাংলা২৪ডটকম: জেলার আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের সাখারিয়া গ্রামে গলাচিপা টু পটুুয়াখালী সড়কের দক্ষিণ পার্শের একটি কৃৃষি খামারের প্রায় ৩ শতাধিক কলা গাছ ভেঙে নষ্ট করে দিয়েছে এবং খামারের বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার সাখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির দাবি, পূর্ব শত্রুতার জের ধরে শত্রুতাবশত আমার প্রতিপক্ষ একই এলাকার বারেক দপ্তরির ছেলে লিটন শিকদার, আফেজ মাতাব্বর এর ছেলে হানিফ মাতাব্বর, দীনেশ মাঝির ছেলে সুভাস মাঝি ও বশির হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার কলা গাছ ভেঙে ও ঘেরের মাছ ধরে নিয়ে ক্ষতি করতে পারে। এ ঘটনায় আমার আনুমানিক ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আজ মঙ্গলবার সরেজমিনে জানা গেছে, আমতলী শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে সাখারিয়া গ্রাম। ওই গ্রামের কৃষক মোঃ নুর উজ্জামান হাওলাদার এক একর ৬২ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে কলা ও বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেছিলেন। এই জমির প্রায় তিন শতাধিক কলা গাছ ভেঙে নষ্ট করেছে এবং খামারের সকল মাছ ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
কৃষক মোঃ নুুর উজ্জামান হাওলাদার বলেন, ‘আজ সকালে কলাবাগানে গিয়ে দেখি, বাগানের সকল কলাগাছের মাঝখান দিয়ে ভেঙে ফেলেছ ও ঘেরের সকল মাছ ধরে নিয়ে গেছে। কলাগাছে থোড় আসা শুরু করেছিল। এখন আমার মাথায় হাত।
এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।