ফতুল্লায় ধর্ষণে গৃহপরিচারিকা ৭ মাসের অন্তঃসত্বা, ধর্ষক গৃহকর্তা গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় গৃহকর্তার একাধীকবার ধর্ষণে ১৩ বছর বয়সী এক কিশোরী গৃহপরিচারিকা ৭ মাসের অন্তঃসত্বার অভিযোগ উঠেছে। পুলিশ এ অভিযোগে গৃহকর্তা এসএম সালাহ উদ্দিনকে (৬৮) গ্রেফতার করেছে।
২২শে জুলাই (সোমবার) রাতে নগরীর আল্লামা ইকবাল রোডের নিজ বাসা থেকে সালাহ উদ্দিনকে গ্রেফতার করা হয়। সালাহ উদ্দিন ওই বাড়ির মৃত. শেখ ফজর আলীর ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক জানান, ৮ মাস যাবত ১৩ বছর বয়সী কিশোরী সালাহ উদ্দিনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করছে। এরমধ্যে ৭ মাস আগে সালাহ উদ্দিন কিশোরীকে নানা প্রলোভনে একাধীকবার ধর্ষণ করে। এতে কিশোরী বর্তমানে ৭ মাসের অন্তঃসত্বা হয়ে পড়লে সালাহ উদ্দিনের পরিবারের মধ্যে বিষয়টি নিয়ে তোলপাড় সৃস্টি হলে আশপাশের বাড়ির লোকজন জানতে পেরে থানায় সংবাদ দেয়। পরে কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষায় অন্তঃসত্বার বিষয়টি নিশ্চিত হয়। এরপর কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে সালাহ উদ্দিনের নাম উল্লেখ করে বিস্তারিত জানায়।
পরে নিজ বাসা থেকে সালাহ উদ্দিনকে রাতেই গ্রেফতার করা হয়।