ছেলেধরা গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: এসপি হারুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন,  ছেলেধরা গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । গুজব ছড়িয়ে যারা মারধর করবেন তাদের এবং যারা এই গুজব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াবেন তাদের বিরুদ্ধে ও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রবিবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে যারা গুজব ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আমরা চিহ্নিত করেছি । সিদ্ধিরগঞ্জের ঘটনা দুঃখজনক আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি মৃত ব্যাক্তিটি বোবা, এবং শ্রবণপ্রতিবন্ধি,  আমরা এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে  আইনানুগ ব্যবস্থা নিব আর যারা ভিকটিম তাদেরকে আমরা আইনগত সহযোগিতা করব ।  এ সময় তিনি আরো বলেন , ছেলেধরা গুজব থেকে সতর্ক করার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করছি। আমরা বলবো, গুজবে কেউ কান  দিবেন না। ছেলেধরা সন্দেহ হলে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ যাচাই বাছাই করে ব্যবস্থা নিবে।

 

এছাড়া ও তিনি বলেন  কিছু কিছু জনপ্রতিনিধিও এই গুজবে জড়িয়ে যাচ্ছেন। আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা গুজবে জড়াবেন না, নিজেরাও সতর্ক থাকুন অন্যদেরকেও এ ব্যাপারে সতর্ক করুন ।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসপি বলেন ,যারা মাদক ব্যাবসার সাতে জড়িত যারা মানুষকে ভূমিহীন করে দখল করে রেখেছে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নিব ।   আপনারা ইতিমধ্যে দেখেছেন চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত কোন হকার নেই যদি কেউ বসার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে তবে আশা করি  কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করে ফুতপাত দখলকে কেন্দ্র করে যদি আইশৃংখলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে ।  শহরের ১নং রেল গেট,  ২ নং রেল গেট , বঙ্গবন্ধু সড়ক ও চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত এখানে কোন হকার বসবে না এবং  কেউ যদি হকারের নাম ধারণ করে চাঁদাবাজরুপী এখানে ঢুকার চেষ্টা করেন ঐ সকল চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত এ্যাকশন নেওয়া হবে  ।

নারায়ণগঞ্জের বাস ভাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ কিছু বলেনি ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com