আড়াইহাজারে প্রতিবন্ধি শিশু ধর্ষিত
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে এক মানুষিক প্রতিবন্ধি শিশুকে (৯) টাকার প্রলোভন দেখাইয়া পায়ুপথে ধর্ষণের অভিযোগে পুলিশ আকাশকে (১৬) গ্রেফতার করেছে। ঘটনাটি ১৯ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আড়াইহাজার কৃষ্ণপুরা আলিয়া মাদ্রাসার টয়লেটের সাথে ফাকাস্থনে ঘটেছে।
গ্রেফতারকৃত আকাশ আড়াইহাজার পৌরসভাধিন মুকুন্দী এলাকার নবী হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে,মুকুন্দী এলাকার রিক্সা চালকের মানুষিক প্রতিবন্ধি শিশু কন্যাটি আলিয়া মাদ্রাসার পাশে খেলা করার সময়ে একই এলাকার নবী হোসেনের ছেলে আকাশ প্রতিবন্ধি শিশুটিকে টাকা দেওয়ার লোভ দেখাইয়া আলিয়া মাদ্রাসার টয়লেটের পাশে খালি জায়গায় নিয়ে তাকে পায়ু পথে ধর্ষণ করে। পরে শিশুটি তার বাড়িতে এসে ঘটনাটি তার পিতা-মাতার নিকট জানায়।
এ নিয়ে স্থানীয় পর্যায়ে দিন ব্যাপী আপোষ মিমাংসার দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে পুলিশের হস্তক্ষেপে শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আকাশকে গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, শিশুটিকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।