আড়াইহাজারে পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি ঘোষণা

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: হারাধন চন্দ্র দে কে আহবায়ক ও বিপ্লব ভৌমিক কে সদস্য সচিব করে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা পরিষদের সমন্বয়ক এডভোকেট খোকন সাহা ১৮ জুলাই বৃহস্পতিবার এ আহবায়ক কমিটি ঘোষণা করেন।

 

আহবায়ক কমিটির সদস্যরা হল- আহবায়ক হারাধন চন্দ্র দে,যুগ্ম আহবায়ক তাপস কর্মকার,সদস্য সচিব বিপ্লব ভৌমিক,সদস্য সুবাস দাস, রাজদ্বীপ পোদ্দার, বলরাম সূত্রধর, বাবুল দাস, খোকন মিত্র, দুলাল রায়, লোকনাথ বর্মন, নগরবাসী দাস, প্রদীপ কুমার রায়,বিজয় পোদ্দার, সুকান্ত ভৌমিক, রিপন কর, সুবল চন্দ্র দাস, অনিতা চক্রবর্তী, গোবিন্দ বর্ধণ, সুজন বিশ্বাস, জয়রাম দাস ও দীপঙ্কর দাস।

 

 

আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা ও দেওয়া হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com