২৮ তারিখের সমাবেশ সফল করতে মহানগর স্বেচ্ছাসেবকলীগের জরুরী সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  নগরীর রাইফেলস্ ক্লাবে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগ সিদ্দিরগঞ্জ থানার কদমতলীর এম ডব্লিউ মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয় ।

১৯ই জুলাই শুক্রবার নগরীর রাইফেলস্ ক্লাবে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন এর সভাপতিত্বে  এই জরুরী সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য নেতা কর্মীদেরকে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের সভাপতি মোঃ জুয়েল হোসেন বলেন, প্রতিবারের মত আমরা এবারও জাকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালন করবো । আমরা ২৮ তারিখের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে চাই ।

তিনি আরও বলেন, জননেতা শামীম ওসমানের নেতৃত্বে আমরা মহানগর স্বেচ্চাসেবকলীগ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই । আমরা মানুষের জন্য রাজনীতি করি তাই আমরা সমসময় মানুষের কল্যানেই কাজ করে যাব। আমাদের এম পি জননেতা শামীম ওসমানের মত নেতা পাওয়া ভাগ্যের । আমরা তার মত নেতা পেয়েছি এটাই আমাদের জন্য বড় পাওয়া । শামীম ওসমান নারায়ণগঞ্জের গর্ব আমাদের অহংকার । তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মনে রাখবেন স্বেচ্ছাসেবকলীগের আমরা সবাই সেবক, মানুষের সেবা দেওয়াই স্বেচ্ছাসেবকলীগের কাজ। ২৮ তারিখের অনুষ্ঠানকে সফল করতে তিনি নেতা কর্মীদের কাছে সার্বিকভাবে সহযোগীতা কামনা করেন। এক পর্যায়ে তিনি প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠান সফল করতে সকলের মতামত গ্রহণ করেন এবং তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দেন । এছাড়াও তিনি গণমাধ্যম কর্মীদেরকেও ধন্যবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ।

 

অনুষ্ঠানে কর্মীরা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে বলেন জুয়েল ভাইয়ের নেতৃত্বে আমরা সবসময় স্বেচ্ছাসেবকলীগকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা দেখিয়ে দিতে চাই আওয়ামীলীগের অন্যান্য অংঙ্গসংগঠন থেকে স্বেচ্ছাসেবকলীগ কোন অংশে কম নয়। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী ২৮ শে জুলাই সিদ্দিরগঞ্জে কদমতলীর এম ডাব্লিউ স্কুল মাঠে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে স্বতস্ফুর্ত ভাবে সবাই অংশগ্রহণ করব।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, সহ সভাপতি মানিক শেখ, আব্দুল কাইয়ুম পলাশ, আনিসুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, মাহাবুব রহমান কমল, সাংগঠনিক সম্পাদক মাকসুদ হোসেন রকি, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মামুন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম, এ্যাডভোকেট সজিব মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী ওয়াসিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নোমান হোসেন টুটুল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া সুলতানা শান্তা ও ধর্ম বিষয়ক সম্পাদক রাহিম মিয়া, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সংবাদমাধ্যমকর্মীরা ।

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই জরুরী সভার আয়োজন করা হয় ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com