রিফাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার মিন্নির !

বরগুনা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আলোচিত রিফাত শরীফ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন  মামলার ৩ নম্বর আসামি মো. রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজীকে (২০) গ্রেপ্তারের পর এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘হত্যাকাণ্ডটি কোনো মাদকের কারণে ঘটেনি। ঘটেছে ব্যক্তিগত জিঘাংসার কারণে। মাদক বা অন্য কোনো ইস্যুর কথা উঠলে মামলাটির ফোকাস ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। এ মামলায় বাদী যাদের হত্যাকারী দাবি করেছেন, আমরা তাদের প্রায় সবাইকেই ধরেছি এবং কাউকেই ছাড় দিচ্ছি না। এ পর্যন্ত আমরা এজাহারভুক্ত ৮ জনকে গ্রেপ্তার করেছি। মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’

এ মামলায় নয়ন বন্ডদের যাঁরা প্রশ্রয় দিয়েছেন, তাঁদের কী হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসপি মারুফ হোসেন বলেন, ‘যাদেরই এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরই আইনের আওতায় আনা হবে।’ পুলিশ কোনো রাজনৈতিক চাপের মধ্যে আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ কোনো চাপের মধ্যে নেই।’

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরের দিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম শরীফ বরগুনা থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। এ ছাড়া সন্দেহভাজন অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। এ মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এ ছাড়া গত মঙ্গলবার এই হত্যা মামলার ১ নম্বর সাক্ষী ও নিহত ব্যক্তির স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে গ্রেপ্তার দেখায় পুলিশ। গতকাল বুধবার আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com