গুজব নয় সত্যি! ব্যাগে শিশুর মাথা, ব্যাগ বহনকারী গণপিটুনিতে নিহত
প্রেসবাংলা২৪ডটকম: নেত্রকোনা জেলা শহরের নিউটাউন পদ্মপুকুর পাড় এলাকায় শিশুর গলাকাটা মাথা ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় আটক এক যুবকে আটক করে এলাকাবাসী । পরে এলাকাবাসীর গণপিটুনিতে সে নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে । কাটা মাথা ও যুবকের লাশ নেত্রকোনা থানা পুলিশ উদ্ধার করেছে।
শিশুটির পরিচয় পাওয়া গিয়েছে । কাটা মাথা শিশুটির নাম সজিব মিয়া (৮)। সে নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকার রিকশাচালক রইছ মিয়ার ছেলে। তারা ওই এলাকায় হিরা মিয়ার ভাড়া বাসায় থাকতো। গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌর শহরের নিউটাউন এলাকায় ব্যাগে করে কাটা মাথা নিয়ে যাচ্ছিল এক যুবক। এ সময় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে ব্যাগ খুলে দেহ থেকে বিচ্ছিন্ন এক শিশুর মাথা পাওয়া যায়। এ সময় জনতার গণপিটুনিতে ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় সারা শহরে আতংকের সৃষ্টি হয়েছে।
নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে।