না’গঞ্জে ইয়াবার মামলায় ৩ জনের দশ বছরের দণ্ড

আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে ৬৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া তিন মাদক ব্যবসায়ীর প্রত্যেককে দশ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে, অর্থদ- অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো: আনিসুর রহমানের আদালত এ আদেশ দেয়।

 

সাজপ্রাপ্তরা হলেন- চট্টগ্রাম জেলার সাতকনিয়া থানার আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন (২১), একই জেলার উত্তর নয়াপাড়া গ্রামের কবির আহম্মেদের ছেলে মো. হারুন (২১) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত শাহ আলমের ছেলে শাহাজাহান (২৫)।

 

জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন জানান, মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে শান্তিধারা হকার্স মার্কেটের সামনে পুলিশ চেকপোষ্ট-২২ এর সামনে ভোর ৫টার দিকে একটি সিএনজি (নারায়ণগঞ্জ-থ- ১১-৫২৬১) তল্লাশীকালীন গ্রেফতারকৃতদের পায়ের নিচে একটি কাগজের কার্টুন এর ভেতর থেকে ৬৬,৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার মধ্যে ৮০০ পিস ভাঙ্গা ছিল। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় দুই কোটি টাকা।

 

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com