না’গঞ্জে ইয়াবার মামলায় ৩ জনের দশ বছরের দণ্ড
আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে ৬৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া তিন মাদক ব্যবসায়ীর প্রত্যেককে দশ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে, অর্থদ- অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো: আনিসুর রহমানের আদালত এ আদেশ দেয়।
সাজপ্রাপ্তরা হলেন- চট্টগ্রাম জেলার সাতকনিয়া থানার আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন (২১), একই জেলার উত্তর নয়াপাড়া গ্রামের কবির আহম্মেদের ছেলে মো. হারুন (২১) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত শাহ আলমের ছেলে শাহাজাহান (২৫)।
জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন জানান, মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে শান্তিধারা হকার্স মার্কেটের সামনে পুলিশ চেকপোষ্ট-২২ এর সামনে ভোর ৫টার দিকে একটি সিএনজি (নারায়ণগঞ্জ-থ- ১১-৫২৬১) তল্লাশীকালীন গ্রেফতারকৃতদের পায়ের নিচে একটি কাগজের কার্টুন এর ভেতর থেকে ৬৬,৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার মধ্যে ৮০০ পিস ভাঙ্গা ছিল। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় দুই কোটি টাকা।