সভাপতি মান্নাহ সম্পাদক আতাউর: বন্দরে সাংস্কৃতিক জোটের নয়া কমিটি

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দর উপজেলা সাংস্কৃতিক জোটের নূরুল হক মান্নাহ সভাপতি ও আতাউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড বন্দরের গোকুলদাসেরবাগ এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের কন্ঠ ভোটে নির্বাচিত হন তারা।

 

এ ছাড়া সহসভাপতি আশরাফ আলী ও কামাল হোসেন, যুগ্মসম্পাদক মিয়া শহীদ ও দিন ইসলাম দিপু, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ,সহসাংগঠনিক সম্পাদক গৌতম কিশোর ঘোষ,অর্থ সম্পাদক হেলেনা রহমান, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ বাহাদুর, সহসাংস্কৃতিক সম্পাদক গৌতম চন্দ্র দাস নির্বাচিত হন। নির্বাচিতরা উপজেলার সকল সাংস্কৃতিক কর্মী ও সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং সদস্য সংগ্রহ ও শুন্য পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিবেন।

 

এর আগে নূরুল হক মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওলাদ হোসেন, আতাউর রহমান, মহিউদ্দিন আহমেদ, মিয়া শহীদ, দিন ইসলাম দিপু, সিরাজুল ইসলাম, এমদাদ হোসেন, প্রদীপ বাহাদুর। আগামী ২৬ জুলাই সংগঠনের পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তবলায় ছিলেন শ্রী প্রদীপ বাহাদুর, রঞ্জন লাল, গৌতম কিশোর ঘোষ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com