নড়াইলে ফুলদাহ-কালীতলায় স্বেচ্ছাশ্রমে চলছে রাস্তার সংস্কার

নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নড়াইলে গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে চলছে আধা কিলোমিটার কাঁচা রাস্তার সংস্কারকাজ! সড়কটির দূরত্ব ১ কিলোমিটার। মাঝখানে প্রায় আধা কিলোমিটার কাঁচা। এই কাঁচা অংশের আগে ও পরে ইটের রাস্তা। কাঁচা অংশে অন্তত ৩০০ ফুট এলাকায় বড় গর্ত। অন্য অংশগুলোতে ছোটু বড় গর্ত। বৃষ্টি-বর্ষায় ওই ৩০০ ফুট এলাকায় ২-৩ ফুট পানি হয়। তখন যানবাহন চলে না; হেঁটে চলাচলও দুষ্কর। এ অবস্থায় গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে চলছে ওই রাস্তার সংস্কারকাজ।

স্থানীয়রা জানান, রাস্তাটি নড়াইলের জেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের। নড়াইল-কালিয়া সড়কের ফুলদাহ কালীতলা থেকে ফুলদাহ গ্রামের মধ্য দিয়ে রাস্তাটি আবার কালিয়া-নড়াইল সড়কে গিয়ে মিশেছে। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ১ কিলোমিটার রাস্তায় যে অংশে ইট বিছানো, সেখানে অধিকাংশ ইট উঠে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দ। নড়াইলের ফুলদাহ কবরস্থান থেকে শহীদ শেখের বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার কাঁচা। ওই আধা কিলোমিটারে কবরস্থান থেকে আলী মোল্লার বাড়ি পর্যন্ত অন্তত ৩০০ ফুট এলাকা টানা বড় গর্ত। ওই গর্ত ভরাটের কাজ চলছে। সেখানে বালু দিয়ে তারপর মাটি দেওয়া হচ্ছে। শ্রমিকদের পাশাপাশি কিছু গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। অন্য কাঁচা অংশে ছোট-বড় গর্ত।

 

গ্রামের কৃষিজীবী সলিম মোল্লা ও বক্কার শেখ বলেন, ওই রাস্তার পরে বিশাল ফসলি মাঠ। সেখান থেকে গরুর গাড়ি, ভ্যান বা অন্য যানবাহন ওই রাস্তা দিয়ে বর্ষা মৌসুমে একদম চলে না। হেঁটেও চলা যায় না। তাই কৃষকদেরও দূর্ভোগের শেষ নেই। ৩০ বছর আগে রাস্তাটি হলেও এদিকে নজর নেই কারোর।

 

এ কাজে স্বেচ্ছায় তৌফিকুল ইসলাম একজন ওষুধ ব্যবসায়ী এগিয়ে এসেছেন। নিজের অর্থে ও উদ্যোগে ওই ৩০০ ফুট এলাকায় চলছে সংস্কারকাজ।

 

তিনি জানান, পাশের দাড়িয়াঘাটা গ্রামের রাজীব মোল্লা ও আমতলা গ্রামের জান্নাত শেখ এ সংস্কারকাজের জন্য আমাদের কিছু টাকা দিয়েছেন। যে অংশ সংস্কার করা হচ্ছে, সেখানে রোববার থেকে ইট বসানো হবে।’

 

এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির জানান, ‘ওই রাস্তাটি এলজিইডির আওতাভুক্ত হলে যেকোনো প্রকল্পে দিয়ে সংস্কার করা যাবে। আর তা না হলে আওতাভুক্ত করে এক থেকে দেড় বছরের মধ্যে সংস্কার করা সম্ভব হবে। বিষয়টি আমি খতিয়ে দেখব।’

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com