না’গঞ্জে দু’টি মিষ্টির দোকানকে জরিমানা

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর দু’টি মিষ্টির দোকানকে ৫৮হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উকিলপাড়ায় জগৎবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা ও গ্রামীণ মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৫ জুলাই) দুপুরে সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি মান্নান এ আদালত পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার জানান, সাত দিনের পোড়া ডালডা ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, দইয়ের বিএসটিআই লাইসেন্স না থাকার অপরাধে জগৎবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা এবং মূল্য তালিকা ও দই তৈরিতে বিএসটিআই লাইসেন্স না থাকার অপরাধে গ্রামীণ মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় উক্ত দুই প্রতিষ্ঠানকে জরিমানা ও মামলা দায়ের করা হয়। প্রতিষ্ঠান দু’টোকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতে আরো উপস্থিত ছিলেন-খাদ্য পরিদর্শক শাহ্জাহান হালদার, পেশকার শিপলু ও পুলিশ সদস্যবৃন্দ।