‘হকার নেতার পাঁচতলা বাড়ি’

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, হকার নেতা রহিম মুন্সির পাঁচ তলা বাড়ি আছে। অন্যান্য তথাকথিত হকার নেতাদের বাড়ি-গাড়ি রয়েছে। কিন্তু তারা হকার সেজে ফুটপাত দখল করে চাঁদা খায়। এই চাঁদার ভাগ অনেকেই পায়। এজন্য হকার ইস্যুতে সন্ত্রাসী শাহ নিজাম ও নিয়াজুল প্রকাশ্যে আমার উপর গুলি করেছিল।

 

রোববার (১৪ জুলাই) দুপুরে বাজেট ঘোষণার পর ‘জনতার মুখোমুখি অনুষ্ঠানে’ এসব কথা বলেন আলোচিত এই মেয়র।

 

এ সময় দিনের বেলা শহরের মধ্যে ট্রাক চলাচল বন্ধের দাবি জানান সিটি মেয়র।

 

তিনি এসপির প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য কোন অবস্থাতেই যেন ফুটপাতে হকার বসতে না পারে। হকারদের জন্য মার্কেট করে দিয়েছি। তারপরেও কেন হকার ফুটপাতে বসবে?

 

তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে সুইমিং পুলের টেন্ডার দিয়েছি। রাসেল পার্কের ভেতরে মহিলাদের জন্য সুইমিং পুলের ব্যবস্থা করে হবে।

 

এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এহতেশামুল হক, প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা প্রমুখ।

 

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com