তোফাজ্জল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম: দৈনিক ইয়াদ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক তোফাজ্জল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

শনিবার (৩ জানুয়ারী) বাদ আছর লুৎফা টাওয়ারে অবস্থিত দৈনিক ইয়াদ পত্রিকার কার্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ শেষে মরহুম তোফাজ্জল হোসেনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ মরহুম তোফাজ্জল হোসেনকে স্মরণ করে বলেন, তোফাজ্জল হোসেন ছিলেন একজন নির্ভীক ও আদর্শবাদী সাংবাদিক, যিনি দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার কলমের মাধ্যমে সমাজের অন্যায়, দুর্নীতি এবং শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার নিঃস্বার্থ কর্ম এবং সততা তাকে সাংবাদিকতার জগতে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। তোফাজ্জল ছিলেন নারায়ণগঞ্জের এক সাহসী সাংবাদিক। তাঁর পত্রিকা ‘দৈনিক ইয়াদ’ ছিল নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। তিনি যা বিশ্বাস করতেন, তা নির্ভয়ে মুখে বলতেন এবং কলমে প্রকাশ করতেন।

তারা আরও বলেন, তিনি এমন একজন সাংবাদিক ছিলেন যিনি কিনা একাই একটি কলম নিয়ে নারায়ণগঞ্জের স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। মজলুমের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর ভূমিকা অনন্য। তোফাজ্জল হোসেন সাংবাদিকতার জগতে এক পরিচিত নাম। তার প্রতিবেদনের সাহসিকতা এবং সত্য উন্মোচনের অদম্য ইচ্ছা তাকে অনন্য করে তুলেছিল। অনেকেই তাকে “দুঃসাহসিক” বলে অভিহিত করলেও, তিনি নিজে সবসময় বলতেন, “আমি কেবল সত্যের পাশে থাকতে চাই।” তোফাজ্জল হোসেন ছিলেন একজন নির্ভীক ও আদর্শবাদী সাংবাদিক, যিনি দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার কলমের মাধ্যমে সমাজের অন্যায়, দুর্নীতি এবং শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার নিঃস্বার্থ কর্ম এবং সততা তাকে সাংবাদিকতার জগতে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী কেন্দ্রেীয় শূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক মনির খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ১৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, দৈনিক খবরের পাতা পাতা পত্রিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন, আমরা নারায়ণগঞ্জ বাসীর সভাপতি নুরউদ্দিন, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি, দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক এসএম ইকবাল রুমী, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আহসান সাদিক শাওন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুরউদ্দিন নুরু, দৈনিক ইনকিলাব পত্রিকার ফটো সাংবাদিক হাজ্বী হাবিবুর শ্যামল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সময় টিভি এর স্টাফ রিপোর্টার শওকত আলী সৈকত, ৭১ টিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান হাবিব, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর স্টাফ রিপোর্টার হাসানুল রাকিব, মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি আজমেরী ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, এখন টেলিভিশন এর জেলা প্রতিনিধি এমরান আলী সজিব, প্রথম আলোর জেলা প্রতিনিধি মুজিবুল হক পলাশ, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি শরীফ সুমন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কেএইচ মিলন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক নীরবাংলা পত্রিকার বার্তা সম্পাদক আনিসুল হক হীরা, দৈনিক নয়াদিগন্ত মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি সাজু হোসেন, দৈনিক আমার সময়ের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম আরজু, দৈনিক সচেতন পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মোক্তার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক মহাসচিব দিপু, বিদ্যুৎ টাইমস এর সম্পাদক মোঃ বিদ্যুৎ আহমেদ, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি গৌতম কুমার সাহা, খবর নারায়ণগঞ্জ ডট কম এর নির্বাহী সম্পাদক মশিউর রহমান, ফটো সাংবাদিক সুমন, খবর নারায়ণগঞ্জ ডট কম এর প্রকাশক জাহিদ হোসেন, ফটো সাংবাদিক ওয়ার্দে রহমান সহ অন্যান্য গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়ায় সার্বিক তত্বাবধানে ছিলেন মরহুমের সন্তান দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফটো সাংবাদিক মনিরুল ইসলাম সবুজ ও দৈনিক ইয়াদ পত্রিকার ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন, জামায়াত ইসলামী কেন্দ্রেীয় শূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ।

দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।