ধানের শীষকে জয়ী করে উন্নয়নের ধারা ত্বরান্বিত করার আহবান মান্নানের

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৩ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৯নং ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা হতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়।
এর পূর্বে বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে কড়ইতলা এসে জড়ো হতে থাকে।
গণসংযোগ শেষে জালকুড়ি হাইস্কুলে এসে সংক্ষিপ্ত বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, আমার আপনাদের কাছে চাওয়ার কিছু নেই, শুধু একটি জিনিস চাই সেটা হলো আপনারা ধানের শীষে ভোট দিবেন। আপনারা ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করলে অত্র অঞ্চলের উন্নয়নের ধারা আরো ত্বরান্বিত হবে৷ কোন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই এখানে হবেনা। আপনাদের যে চাওয়া, একটি আধুনিক হাসপাতাল। যদি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে এই এলাকাবাসীর জন্য একটি আধুনিক হাসপাতাল আমি তৈরি করার ব্যবস্থা করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির নেতা মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য মোঃ জাহাঙ্গীর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম বাবু সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।











