রাজনৈতিক কারনে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে : বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর

দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী’ এ স্লোগানকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭১ সালের যুদ্ধটি ছিলো সম্মুখ যুদ্ধ। জীবন বাজী রাখার ও জীবন দেয়া নেয়ার মরনপন একটা যুদ্ধ ছিলো। একটা জাতি কখনো মিথ্যা তথ্যের উপর দাঁড়াতে পারেনা। আমরা মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস লিখে দিতে চাই। প্রতি তিনজনে দুইজন ভুয়া মুক্তিযোদ্ধা। নভেম্বর মাসের শেষের দিকে সৈয়দ নজরুল ইসলাম চিঠি লিখেছেন, আমার ৮০ হাজার মুক্তিযোদ্ধার যাতায়াত ও ভরন পোষনের টাকা নেই, টাকা দরকার। এত ভুয়া মুক্তিযোদ্ধা কারা বানিয়েছে, তারা। দুটি কারনে বানিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে অবলম্বন করে যেখানে মুক্তিযোদ্ধা নাই ব্যক্তি আছে, ক্ষমতায় থাকার নির্মম মানসিকতা আছে। আরেকটি হলে যারা রাজনীতি করে তাদের টাকা তারা দিতে পারবেনা তাই ২০ হাজার করে টাকা নাও। তোমরা কিছু নাও আমরা কিছু নেই। রাজনৈতিক কারনে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের গ্রহন করতে বা অনুমোদন দিতে এখানে আসিনি। তাদেরকে আমরা এখান থেকে তাড়িয়ে দিবো। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের ছবি ও জীবনি দেয়ালে টাঙিয়ে রাখতে হবে। মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা, চিকিৎসা সবকিছু একটা জায়গা থেকে দিতে হবে, সেটা হলে কল্যাণ ট্রাষ্ট। আমরাতো মরেই যাবো, আমাদের ফান্ডে ১৪’শ কোটি টাকা আছে। সেই টাকা মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যবহার করা হোক। যারা মারা গিয়েছে তারা আর ফিরে আসবেনা কিন্তু যে বেঁচে আছে তাকে সুন্দর করে বাঁচার ব্যবস্থা করে দিতে হবে। তারপরেও যদি আমাদের কোনকিছুর প্রয়োজন আমরা সরকারের কাছে চাইবো, আশাকরি সরকার আমাদের ফিরাবেনা। সকলের কাছে অনুরোধ বেঁচে থাকতেই মুক্তিযুদ্ধের সত্য লিখে যেতে চাই। ৭১ এ যারা গণহত্যা চালিয়েছে জাতি কোনদিন তাদের ক্ষমা করবেনা।

জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নূর আলম মিয়ার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সৈয়দ মুনিবুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন সহ কয়েক শতাধিক মুক্তিযোদ্ধা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com