হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনের প্রার্থী ও নির্বাচন কমিশনের মত বিনিময় সভায় হট্টগোল
প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ (২০২৫-২৭) নির্বাচনে এসোসিয়েট গ্রুপ এবং পরিচালক জেনারেল গ্রুপ পদে আসন্ন ৩রা ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে সারা নারায়ণগঞ্জের সকল হোসিয়ারী মালিকদের মাঝে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে একদিকে নির্বাচন কমিশন বিধিনিষেধ নিয়ে রয়েছে শক্ত অবস্থানে আবার অপর দিকে নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে রয়েছে বিভিন্ন বিধি নিষেধ নিয়ে দ্বিমত। এবিষয়ে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন প্রার্থীদের নিয়ে রবিবার ১৯ জানুয়ারী বিকালে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের ৬ সনাতন পাল লেনস্থ কার্যালয়ে এক বিশেষ মত বিনিময় সভার আয়োজন করে।
উক্ত মত বিনিময় সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন একজন প্রার্থী হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনকে বিভিন্ন বিষয়ে একাধিক প্রশ্ন করেন। যেসব প্রশ্নের যথাযথ উত্তর দিতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়। আর এ বিষয় নিয়ে মতবিনিময় সভায় অভিমতের হট্টগোলের সৃষ্টি হয়।
প্রার্থী ফতেহ মোহাম্মদ রেজা রিপন প্রধান নির্বাচন কমিশনার আনিসুর রহমান সানিকে উদ্দেশ্য করে বলেন, ভোট কেন্দ্র পরিবর্তন কেন করা হয়েছে এবং কার নির্দেশনায় করা হয়েছে? আপনাদের কে নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়েছে? যেহেতু বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের অধিকাংশ ভোটার সনাতনী ধর্মাবলম্বী আর সর্বজনীন স্বরসতি পূজা আগামী ৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে, তাই নির্বাচনের তারিখ কি পরিবর্তন করা যাবে? এ বিষয়গুলো কি আমাদের গঠনতন্ত্রে আছে?
উত্তরে অনেকটা রাগান্বিত ভাবে নির্বাচন কমিশনের প্রধান আনিসুর রহমান সানি বলেন, যেহেতু আমরা নির্বাচনের তারিখ নির্ধারিত করে সকল কাজ সম্প্রদান করেছি তাই নির্বাচনের তারিখ পরিবর্তন করা হবে না। আর ভোট কেন্দ্রের স্থান পরিবর্তন করা হয়েছে কারন নগরীর যানজটের ইসুতে। আর গঠনতন্ত্র আমি নিজেই পড়ি নাই। আর নির্বাচনের তারিখ কোন অবস্থায় পরিবর্তন করা হবে না। তাছাড়া নির্বাচনের দিন ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, পুলিশ সুপার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউএনও, জেলা ও সদর নির্বাচন কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের পর্যবেক্ষণ করতে আমন্ত্রণ জানানো হয়েছে। তাছাড়া সকল ভোটারদের স্মার্ট
আইডি কার্ড প্রদান করা হবে। প্রচার প্রচারণার বিষয়ে নির্বাচন কমিশন বিধিনিষেধ মেনে চলতে হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করি।
প্রধান নির্বাচন কমিশনার আনিসুর রহমান সানি প্রার্থী ফতেহ মোহাম্মদ রেজা রিপন এর অনেক প্রশ্নের সমুচিত জবাব দিতে অনেকাংশে ব্যর্থ হয়েছেন বলে মনে করছেন অন্যান্য সাধারণ প্রার্থীরা।