নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির পরিচিত সভা অনুষ্ঠিত
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় একটি চাইনিজ রেস্তোরায় নারায়ণগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।