আইনজীবী তৈরীর কারিগর এড. রনির প্রতি শতভাগ আস্থা আইনজীবীদের
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ আদালতপাড়ায় একজন ক্লিন ইমেজধারী আইনজীবী হিসেবে পরিচিত অ্যাডভোকেট রবিউল আমিন রনি। যিনি পাশাপাশি আইনজীবী তৈরির কারিগর হিসেবেও নারায়ণগঞ্জ আইন কলেজের প্রভাষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
নারায়ণগঞ্জ আদালতপাড়ায় একজন নম্র ভদ্র মিষ্টভাষী হিসেবে পরিচিত আইনজীবী অ্যাডভোকেট রবিউল আমিন রনি। তিনি জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন। নির্বাচনের শেষ মুর্হুতেও তিনি থেমে নেই।
জানাগেছে, আগামী ৩০ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জুয়েল-মোহসীন পরিষদের সহ-সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট রবিউল আমিন রনি বলেন, ইনশাহআল্লাহ আমি আইনজীবী সমিতির নির্বাচনে বিগত দিনে যুগ্ম সম্পাদক ও পরবর্তীদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এ বার আমি সহ-সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। দীর্ঘদিন আইন পেশায় আমি নিয়োজিত। আইনজীবীরা আমাকে ভালোবাসে তার প্রমান বিগত দিনে পেয়েছি। এবারও তার বিকল্প হবে না।