মুক্তিযোদ্ধাদের পানির বিল মওকুফের ঘোষণা দিলেন মেয়র আইভী

মুক্তিযোদ্ধাদের পানির বিল মওকুফের ঘোষণা দিলেন মেয়র আইভী

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের সিটিতে বসবাসরত মুক্তিযোদ্ধাদের কাছ থেকে পানির বিল না নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সিটি করপোরেশন মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক কাজ করেছেন জানিয়ে আইভী বলেন, ‘ইতোমধ্যে আমরা মুক্তিযোদ্ধাদের হোল্ডি টেক্স মওকুফ করেছি। কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য ১০ শতাংশ জায়গা বরাদ্দ দিয়েছি। এবার মুক্তিযোদ্ধাদের কাছ থেকে পানির বিলও নেওয়া হবে না।’
বুধবার (১১ মে) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ২য় মৃত্যুবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পোশাক বিতরণকালে তিনি ওই ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমার বাবা আলী আহমদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান। তিনি এই শহরের জন্য অনেক কিছু করেছেন। তার সন্তান হিসেবে আমিও নগরবাসীর জন্য অনেক কিছুই করেছি। কিন্তু নিজের ঢোল নিজে পেটাতে চাই না।’
মুক্তিযোদ্ধা সংসদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘আমি আপনাদের জন্য কাজ করেছি। আরো করতে চাই। তবে, আপনাদের সত্যের সাথে থাকতে হবে। সত্য কথা যদি আপনারা না তুলে ধরেন ভবিষৎ প্রজন্ম কী শিখবে। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। কাউকে ভয় পেলে হবে না। কিসের এত ভয়? মৃত্যুর মালিক আল্লাহ। আপনি ভয় কাকে পাচ্ছেন? আমরা কী আসলেই ভয় পাই নাকি টাকার কাছে নত! আমার মনে হয় না আমরা ভয় পাই। কোথায় যেনো আমরা নিজেকে আত্মসর্মপন করে রেখেছি। এর থেকে বেরিয়ে এসে সত্য বলতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ডার শাজাহান ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রেজাউল করিম রাজিব প্রমুখ।