আড়াইহাজারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পেল ৫০ গৃহহীন পরিবার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ আড়াইহাজারে ৫০ গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ঘর গুলোর চাবি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ ( আড়াইহাজার) আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত মোহাম্মদ নোমান, খাগকান্দা ইউপির চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম, মাহমুদপুর ইউপির চেয়ারম্যান মোঃ আমানউল্লাহ আমান, বিশনন্দী ইউপির চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া,হাইজাদী ইউপি চেয়ারম্যান আলী হোসেন ভূইয়া,ফতেপুর ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা,উচিতপুরা ইউপি চেয়ারম্যান মোঃ ইসলামইল হোসেন, সাতগ্রাম ইউপি চেয়ারম্যান অদুদ মাহমুদ সহ সকল
ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ মোনাজাতে শরিক হন। প্রধানমন্ত্রীর প্রদত্ত ঘর পেয়ে সুবিধাভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।











