মজাদার ‘ইলিশের কোরমা’ রেসেপি

উপকরণ

ইলিশ মাছ ৪ টুকরা, ঘি ২ চা-চামচ, তেল ৪ চা-চামচ, পেঁয়াজবাটা ১ কাপ, কাজুবাদামবাটা ১ কাপ, রসুনবাটা ১ চা-চামচ, ফুল ক্রিম মিল্ক ১ কাপ, জিরাগুঁড়া ১ চা-চামচ, টক দই ২ টেবিল চামচ, চিনি ও লবণ স্বাদমতো।

প্রণালি

চুলায় একটি পাত্র গরম করে ঘি ও তেল ঢেলে দিন। এবার ঘি ও তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিন। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে রসুন, মরিচ, বাদামবাটা ও স্বাদমতো লবণ দিয়ে কষাতে থাকুন। মসলা কষানোর পর হালকা তেল বেরিয়ে এলে মাছ দিয়ে দিন। ১০ মিনিট রান্না করুন। এবারও মাছের ওপর তেল ভেসে উঠলে ফুল ক্রিম মিল্ক ও স্বাদমতো চিনি দিয়ে হালকা নেড়ে নামিয়ে নিন। বাসমতী চালের ভাতের সঙ্গে এই ইলিশ কোরমা খেতে বেশি ভালো লাগবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com