ওসমান পরিবারের রোগমুক্তি কামনায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহ-ধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি সহ ওসমান পরিবারের সকল সদস্যদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ই অক্টোবর) বিকেলে নগরীর ২নং রেলগেটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন’র সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহ-ধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি এর রোগমুক্তি কামনায় ও প্রয়াত সাংসদ নাসিম ওসমান সহ ওসমান পরিবারের সকল সদস্য ছাড়াও করোনায় আক্রান্ত সকল নেতৃবৃন্দের দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া পরিচালনা শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল হোসেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এমএ রাসেল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, বাংলাদেশ ব্যাংক কর্মচারী ফেডারেশন জেলার সভাপতি মোঃ আব্দুল কাদির, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সদস্য সচিব ভিপি আলমগীর, সাবেক মহিলা কাউন্সিলর ইশরাত জাহান খান স্মৃতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান , মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কমল, রফিকুল ইসলাম জয় ও যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি এড. সুইটি ইয়াসমিন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান আহমেদ প্রমুখ।