কিশোরী জিসা হত্যার রহস্য উদঘাটন , নেপথ্যে ৩ খুনি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: অবশেষে ধর্ষণ শেষে হত্যা করে লাশ শীতলক্ষায় ফেলে দেয়া কিশোরী জিসা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গ্রেফতার হবার পরে তিন ধর্ষক রাকিব, খলিল ও আব্দুল্লাহ জিসা হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছে। হত্যারহস্য উদঘাটন হলেও এখনও মিলেনি কিশোরী জিসার লাশ।
গত ৪ জুলাই নিখোঁজ হয় নগরীর দেওভোগ এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে জিসা। কিন্তু ঘটনার ১৩দিন পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন জিসার মা রেখা আক্তার। প্রায় ক্লুলেস এ মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাফল্য পায় পুলিশ। প্রথমে অটোরিক্সা চালক রাকিবকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। তার কাছ থেকে তথ্য পেয়ে ৬ আগস্ট অপহরণ মামলা করা হয়। মামলায় রাকিবের সাথে জিসাদের প্রতিবেশী চায়ের দোকানদার আব্দুল্লাহকেও আসামী করা হয়।
পরে তাদের নেয়া হয় রিমান্ডে রিমান্ডে তারা জানায়, বাড়ির পাশে হওয়ায় আব্দুল্লাহর সাথে পরিচয় হয় জিসার। পরে জিসা তাকে তার মায়ের মোবাইল নম্বর দেয়। প্রায়ই ওই মোবাইলে কথা বলত আব্দুল্লাহ। এমনকি অটোরিক্সা চালক রাকিবের মোবাইল দিয়েও বেশ কয়েকবার কথা হয়। কিছুদিনের মধ্যে নিজেদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। এরই সূত্র ধরে ৪ জুলাই জিসাকে নিয়ে আব্দুল্লাহ রাকিবের অটোতে ঘুরতে বের হয়। ঘুরতে ঘুরতে সন্ধ্যায় শীতলক্ষায় একটি নৌকা ভাড়া করে। ওই নৌকায় জিসাকে জোর করে ধর্ষণ করে আব্দুল্লাহ ও রাকিব। পরে এতে যোগ দেয় মাঝি খলিলও। পরে ঘটনা ফাঁসের ভয়ে তিনজন মিলে জিসাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়।











