করোনায় আক্রান্ত একই পরিবারের সেই ১৭ জন এখন সুস্থ
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা ২৪ডটকম: করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিল্পী আক্তারের পরিবারের ১৮ জনের ফলোআপ পরীক্ষায় ১৭ জনের নেগেটিভ এবং একজনের পজেটিভ এসেছে। তবে পজেটিভ আসা ব্যক্তিও শারীরিকভাবে সুস্থ আছেন। তার বয়স ২৪ বছর।
মঙ্গলবার (১২ মে) রাতে ডা. শিল্পী আক্তার এ তথ্য জানান। তিনি জানান, আক্রান্ত হবার পর ফলোআপ পরীক্ষায় ১৮ জনের মধ্যে ১৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। একজনের পজেটিভ এসেছে।
জানা যায়, গত ২৮ এপ্রিল শিল্পী আক্তারের পরিবারের ১৮ সদস্যের করোনা শনাক্ত হয়। যার মধ্যে তার ভাই আগে থেকে করোনা আক্রান্ত ছিলেন। তার ভাই বর্তমানে সম্পূর্ণ সুস্থ। পরপর দুই ফলোআপ রিপোর্টে তার করোনা নেগেটিভ এসেছে।
অন্যদিকে গত ৫ মে বাকি ১৬ জনের প্রথম ফলোআপ রিপোর্টে ১৫ জনের নেগেটিভ ও একজনের (২৪) পজেটিভ এসেছে। গত ১০ মে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের করোনা ল্যাবে ওই ১৬ জনের দ্বিতীয় ফলোআপ পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়েছে।
ডা. শিল্পী আক্তার বলেন, প্রথম ফলোআপ রিপোর্টে ১৭ জনের নেগেটিভ আসে এবং ১ জন পজেটিভ এসেছে। দ্বিতীয় ফলোআপ রিপোর্টের জন্য নমুনা দেয়া হয়েছে। আগামীকাল রিপোর্ট হাতে আসবে।