সমাজকে বিনোদনমুখি করলে মাদক থাকবে না : মনির কাসেমী

প্রেসবাংলা ২৪. কম: কাশিপুর ইউনিয়ন উত্তর নরসিংপুর যুব সমাজের উদ্যোগে ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জনুয়ারি) বিকেলে ফতুল্লায় কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় অনুষ্ঠিত হয় এ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী।
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী বলেন, ইসলাম মানুষের সুস্বাস্থ দেখতে চায়। স্বাস্থই সকল সুখের মূল। সুস্থ মানুষ ধারাই সুন্দর সমাজ গড়ে উঠবে। যুব সমাজকে বিনোদনমুখি, খেলাধূলামুখি করতে পারলে সমাজে মাদক থাকবে না। আমরা বিজয়ী হলে বিনোদনের ব্যবস্থা এবং খেলাধূলার ব্যবস্থা করা হবে। এ ধরনের অনুষ্ঠান আমরা করতে থাকবো ইনশাআল্লাহ।
উত্তর উত্তর নরসিংপুর এলাকার বিশিষ্ট সমাজ সেবক মোঃ রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে এবং কাশিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এড. আব্দুল বারী ভূইয়া, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আরিফ মন্ডল, থানা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ শাহীন কাদির, জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউর রহমান, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা থানার সভাপতি মোঃ তাইজুল ইসলাম আব্বাস, মোঃ ফিরোজ আহম্মেদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ রিয়াজুল ইসলাম, মাসুম বিল্লা, ফিরোজ, জাহাঙ্গীর, শহিদুল, রিপন, জসিম উদ্দিন জসু মিয়া, নিজাম সহ এলাকার গণ্যমানব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনার পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে একটিএলইডি টিভি তুলে দেওয়া হয়।











