
প্রেসবাংলা২৪.কম: মহান বিজয় দিবস উপলক্ষে জাপান আওয়ামী লীগ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২১ শে ডিসেম্বর রোজ রবিবার জাপানের টোকিওর আকাবানে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাপান আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ বিজয় দিবসের আলোচনা করেন এবং বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন। ইউনুস সরকারের মব কিলিং নিয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। এসময় তিনি বলেন আমরা একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পাড় করছি। যেখানে মুক্তিযোদ্ধাদের স্বপরিবারে গলা কেটে হত্যা করা হচ্ছে। যেখানে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন ইউনুসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। সবাইকে ঐক্য বজায় রেখে ৭১ এর মতো ইউনুস ও জামাত ইসলামকে পরাজিত করে জনগণের শান্তি ফিরিয়ে আনতে সবাইকে ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন আমার বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে এতে আমার কষ্ট লাগেনি। ধানমন্ডি ৩২ বারবার জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে ক্ষতবিক্ষত করা হচ্ছে। আজকে পুরোনো শকুনের দল বাংলাদেশকে খুড়ে খুড়ে খাচ্ছে। ইউনুছ শতশত মানুষকে হত্যা করে ক্ষমতা দখল করেছেন। ক্ষমতা দখল করে তিনি রিসেট বাটনের কথা বলেছেন । অতিতকে ভুলে যাওয়ার কথা বলেছেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের হাজার বছরের ইতিহাস মুছে দিয়ে তিনি নতুন বাংলাদেশের ইতিহাস রচনা করতে চেয়েছেন। এটাই আমাকে বেশি কষ্ট দিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান আওয়ামী লীগ এর সালেহ মোহাম্মাদ আরিফ, মাজহারুল ইসলাম মাসুম , সনদ বরুয়া, পিয়ার আহমেদ পলাশ, বিএম শাহজাহান, নুরুল আমিন রনি, ফকরুল ইসলাম আজাদ, নিজাম উদ্দিন সহ আরো অনেক শীর্ষ নেত্রী বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাউসার হাসান লাইজু।