৩১ দফা বাস্তবায়নে রাজপথে দিনরাত পরিশ্রম করে চলেছি : রনি

প্রেসবাংলা ২৪. কম: পশ্চিম চর কাশীপুর যুব সমাজের উদ্যোগে ডিগবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে চর কাশীপুর দিঘলিপট্টি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা গত ১৭ বছর রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রকে দূর্বল করে দিয়েছিলেন। রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দাবী দিয়েছেন। আর এই ৩১ দফা দাবী বাস্তবায়ন করার জন্য আমরা রাজপথে দিনরাত পরিশ্রম করে চলেছি। বেগম খালেদা জিয়া চান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে আমাদের রাষ্ট্রটিকে একটি সুসংগঠিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। আর শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে একজন ব্যক্তিই আছেন তিনি হলেন তারেক রহমান।

তিনি আরও বলেন, আজকে যে ডিগবার খেলা অনুষ্ঠিত হয়েছে সেটা হলো বুদ্ধির খেলা। এখানে শক্তি প্রয়োগে কোন লাভ হবেনা। ঠিক তেমনি রাষ্ট্র গঠনে বুদ্ধিমান, শিক্ষিত, মেধাবী একজন মানুষের প্রয়োজন। আর সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দিয়েই সম্বভ। বর্তমানে নির্বাচনের হাওয়া বইছে। আর এই নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষ চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের সাথে নিয়ে নির্বাচন করবো আর যদি আমাকে না দিয়ে অন্য কাউকে দেয় তাহলে তাকে নিয়েই নির্বাচন পরিচালনা করবো। ধানের শীষ আমাদের দিতে হবে আর ধানের শীষই আমাদের শেষ ভরসা।

খেলায় চর কাশীপুর ফুটবল একাদশ ১-০ গোলে দিঘলী একাডেমিকে হারিয়ে চ্যাম্পীয়ন জয় লাভ করে।

যুবদল নেতা ইকবাল সরদার এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আলমগীর হোসেন, ৭নং ওয়ার্ড সাবেক মেম্বার রোজিনা আক্তার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন, কাজী মনির, বাদশা, বক্তাবলী যুবদল নেতা আবুল খায়ের, সুমি, প্রবাসী সেলিম আহমেদ, প্রবাসী নাহিদ আহমেদ বাবু, ইমন, রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com