নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে আইনজীবী সমিতির ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান বলেন, নারায়ণগঞ্জের পুরাতন বার ভবন যেটা প্রায় ৩২ শতাংশ জায়গার উপর স্থাপিত। যেখানে সাড়ে পাঁচ শতাংশ জায়গায় আমরা মসজিদ করা সিদ্ধান্ত নেই। পরবর্তীতে সার্ভে কমিশনের মাধ্যমে বৃদ্ধি করে সেটা করা হয় সোয়া ছয় শতাংশ। মসজিদ আল্লাহর ঘর, আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ এখানে ইবাদত করবেন। যার নাম হবে আইনজীবী সমিতির মসজিদ বা কোর্ট মসজিদ। কিন্তু এ মসজিদটি নির্মানের পর থেকে গত ১৭ বছরে ব্যাপক পরিবর্তন লক্ষিত হয়েছে। মসজিদের নাম পরিবর্তন করে কেন্দ্রীয় জামে মসজিদ নির্ধারন করা হয়েছে। কে বা কারা, কি উদ্দেশ্যে মসজিদের নাম পরিবর্তন করে কেন্দ্রীয় জামে মসজিদ নামকরণ করেছে সেটা আমাদের জানা নাই। এ মসজিদ কমিটির সদস্য হবেন স্থানীয় ব্যক্তিবর্গ, সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, পিপি ও জিপি। এছাড়া সরকারী কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক সভাপতি হিসেবে থাকবেন। এ বিষয়টিতে আমাদের কোন চিঠি দেয়া হয় নি। ধর্মীয় বিষয়টি খুবই সংবেদনশীল, মসজিদ নিয়ে যেন কোন ভুল বোঝাবুঝি না হয় সেজন্যই আজকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা দ্বায়িত্ব গ্রহনের পর বিভিন্ন কাগজপত্র ঘেটে একটি মামলা করেছিলাম। কমিটি নিয়ে আমাদের কোন কথা ছিলোনা। পরবর্তীতে আমরা জানতে পেরেছি কমিটির পক্ষ হতে স্থাপনা করার জন্য সবচেয়ে পুরাতন গাছটি কেটে ফেলেছে। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসককে জানালে তিনি মসজিদ কমিটি সহ আমাদের ডাকালেন। কিন্তু ডাঃ শাহনেওয়াজ মসজিদ কমিটি ও আইনজীবীদের মুখোমুখি করার হীন চক্রান্তে লিপ্ত হয়েছেন। আপনাদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই এ মসজিদের সকল দ্বায়িত্ব আইনজীবী সমিতির। ধর্মপ্রাণ মুসুল্লিদের কাছে যেন কোন গুজব না পৌছায় যে, মসজিদের উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে আইনজীবী সমিতি। তাই দীর্ঘ পরিক্রমায় এ অবস্থার কারনে আমরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি। কোন ব্যক্তির কারনে মুসলমানদের ধর্মীয় অনুভূতি নষ্ট হোক সেটা আমরা চাই না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, সিনিয়র আইনজীবী এড. বারী ভূইয়া, এড. রফিক আহমেদ, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. ওমর ফারুক নয়ন, এড. রাজিব মন্ডল সহ অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।