নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের সংবাদ সম্মেলন

প্রেসবাংলা ২৪. কম: ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও পুলিশের উর্ধ্বতনদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামীলীগের মন্ত্রী সাংসদদের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমি ব্যবসায়িক কারণে সিটিজেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হয়েছি। কোনো রাজনৈতিক সুবিধা বা সম্পৃক্ততার কারণে নয়। আমাকে কখনও কোনো রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যায়নি। অথচ এখন আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যাতে আমাকে বিতর্কিত করা যায়।”

মাসুদুজ্জামান মাসুদ অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পরিবর্তন না হলে আমারই সবচেয়ে বড় ক্ষতি হতো। আমার ২০ থেকে ২৫ হাজার কর্মচারীর প্রতিষ্ঠানটি ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছিল কিছু তৎকালীন রাজনীতিক। সে বিষয়ে তৎকালীন জেলা প্রশাসক আমাকে প্রমাণও দিয়েছিলেন, যেখানে কিছু ব্যবসায়ী ও ছাত্র সংগঠনের নামও ছিল।” এসপি হারুনের সাথে আমার ছবি দিয়ে যে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে সেটা ছিলো একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধনের। ুহাজিগঞ্জ এলাকায় আমার একটি জায়গা ছিল, যা বহু বছর পুলিশ ব্যবহার করে আসছে। আমি তখনকার জেলা পুলিশের এসপির সঙ্গে আলোচনা করে সম্মত হই যে পুলিশ সেই জায়গা ব্যবহার করবে, তবে কিছুটা স্থান পরিবর্তন করে। কিন্তু পরবর্তীতে দায়িত্বে আসা এসপি হারুণ সাহেবকে কেউ ভুলভাবে তথ্য দেয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এমনকি আমাকে অযথা তার অফিসে ডেকে অপেক্ষা করিয়ে অপমানিত করা হয়।”

মাসুদুজ্জামান আরো বলেন, ভুল বোঝাবুঝি নিরসনের পর তিনি নিজ উদ্যোগে জায়গায় একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ করে দেন, যা এখনো পুলিশ ব্যবহার করছে। পরে সেই ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে আমাকে নিজেই নিমন্ত্রণ করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com