সাইনবোর্ডে অপরাধীদের দৌরাত্ম কমাতে পুলিশ বক্স নির্মাণ 

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল সাইনবোর্ড মোড়ে জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে নির্মিত পুলিশ বক্সের স্থান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

রবিবার বিকেলে নারায়ণগঞ্জৈর সাইনবোর্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জসীমউদ্দীন।

নবনির্মিত এই পুলিশ বক্সটি সাইনবোর্ড এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, মহাসড়কে পুলিশ বক্স স্থাপন করার বিষয়টি মূলত ট্র্যাফিক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং যানজট নিরসনের উদ্দেশ্যে করা হয়। এটি পুলিশকে রাস্তায় একটি নির্দিষ্ট স্থান থেকে কাজ করার সুযোগ করে দেয়, যার মাধ্যমে তারা আরও কার্যকরভাবে ট্র্যাফিক আইন প্রয়োগ করতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। যানজটপূর্ণ স্থানে পুলিশ বক্স থাকলে ট্র্যাফিক পুলিশের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হয়। এটি যানজট নিরসনেও সাহায্য করবে। মহাসড়কে নিয়মিত পুলিশি উপস্থিতি থাকলে তা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করে।

জেলা প্রশাসক আরো বলেন, এটি শুধু একটি বক্স নয়, এটি একটি আস্থার প্রতীক। জনগণের সেবা নিশ্চিত করতেই আমরা মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বয় করছি।

পুলিশ সুপার জসীমউদ্দীন বলেন, এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা জোরদারে এটি বড় ভূমিকা রাখবে।অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর।জনসাধারণ যাতে রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং কোন অপরাধি যাতে কোন প্রকার অপরাধমূলক কাজ করতে না পারে এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। চুরি ছিনতাই চাঁদাবাজি ডাকাতি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। নারায়ণগঞ্জ একটি বড় ধরনের ব্যবসায়ী প্ল্যাটফর্ম এবং দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করছে। তাই সড়কের নিরাপত্তা বৃদ্ধির জন্য এবং অপরাধীদের দৌরত্ব বন্ধ করতে এই পুলিশ বক্সটি করার পরিকল্পনা হাতে নিয়েছি এবং খুব দ্রুত বাস্তবায়ন করা হবে।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরীন, টিআই (প্রশাসন) আব্দুল করিম শেখ, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী হাসান উল্লাহ মজুমদার’সহ জেলা পুলিশ হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com