মুসলিম হত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে হেফাজত ইসলামীর মানববন্ধন

প্রেসবাংলা ২৪. কম: গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা, সারাদেশে মুসলিম মেয়েদের টার্গের করে সঙ্গবদ্ধ ধর্ষণের সাথে সংশ্লিষ্ট সহ নানা অভিযোগ তুলে কৃষ্ণভাবনামৃত সংঘ ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখা।
শনিবার ২৫ অক্টোবর দুপুরে মহাসড়কের শিমরাইল মোড়ে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুফতী কাসেম আল হোসাইনী, সিনিয়র সহ-সভাপতি মাও. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাও. নূর হোসাইন নূরানী, প্রচার সম্পাদক মুফতী হুজাইফা আল মাহদী, উপদেষ্টা মাও. শিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক মাও. আল আমিন, আইন বিষয়ক সম্পাদক মুফতী আরিফ বিল্লাহ, ১নং ওয়ার্ড সভাপতি মুফতী আল আমিন, ৪নং ওয়ার্ড সভাপতি মাও. জাকারিয়া, সহ-সভাপতি মুফতী মোহাম্মদ উল্লাহ, ৫নং ওয়ার্ড সহ-সাধারণ সম্পাদক মুফতী তালহা, সহ-সভাপতি মুফতী আব্দুল আজীজ, সাংগঠনিক সম্পাদক মাও. সিরাজুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, বাংলার মানুষ সব সহ্য করতে পারবে। কিন্তু কারো মা-বোনের ইজ্জত-আবরুরের উপর আঘাত আসলে তা সহ্য করতে পারবেনা। তাদের (ইসকন) স্পর্ধা, দুঃসাহস এই পর্যন্ত গিয়ে পৌছেছে যে, তাদের বিরুদ্ধে জনগনকে সচেতন করার কারণে আলেম-ওলামাদেরকে তারা গুম করে হত্যা করার হুমকি দেওয়ার দেখাচ্ছে। আদালতের প্রাঙ্গণে মুসলামনকে কুপিয়ে হত্যা করা হচ্ছে এমন দৃশ্য বিরানব্বই ভাগ মুসলমানের দেশে হিন্দু কর্তৃক সংগঠিত হচ্ছে, এমন ন্যাক্কার ও লজ্জাজনক ঘটনা আর হতে পারেনা। ইসকন কোন হিন্দু সনাতনীয় ধর্মীয় সংগঠন নয়। ইসকন এমন একটি সংগঠন, যাকে হিন্দু ধর্মাবলম্বীরাও জঙ্গী ও উগ্রবাদী বলে আখ্যায়িত করেছে। এরা উগ্রবাদী, জঙ্গীবাদী, সন্ত্রাসবাদী সংগঠন। বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের দেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন, ‘ইসকনকে যদি আপনারা নিষিদ্ধ না করেন, তাহলে বাংলার তাওহীদি জনতা আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে। আমাদেরকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন, বাংলার জনগন শৃঙ্খলাবদ্ধ থাকবে, আমাদের ধৈর্য্যের পরিক্ষা আর নিবেন না। ইসকনকে নিষিদ্ধ করা না হলে প্রয়োজনে আমরা রাজপথে রক্ত দেবো।












