নাসিক ১২নং ওয়ার্ড মহানগর বিএনপির লিফলেট বিতরণ

প্রেসবাংলা ২৪. কম: ১২নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বার একাডেমি স্কুল প্রাঙ্গনে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১২নং ওয়ার্ডের সভাপতি বরকত উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা আজকে এত বড় বড় কথা বলছে তারা গত ১৫ বছর কোথায় ছিলো। বিএনপি একটি ফলবান গাছ, অনেকে ঝাঁকি দিবে আবার অনেকে চাঁকা দিবে। এতে আমাদের ঘাবড়ানোর কিছু নেই। আমাদের মূল কাজ হলো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে যে নির্বাচন হবে সেখানে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। গত ১৫ বছরের আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট সরকার অনেক জেল-জুলুম করেছে। জামায়াতের অনুষ্ঠান আর সেই মামলায় জামায়াতের দুই একজন বাদে সব হচ্ছে বিএনপির নেতাকর্মী। হেফাজতের মামলায় অধিকাংশই হলো বিএনপির নেতাকর্মী। কারন ফ্যাসিস্ট সরকারের মূল লক্ষ্যই ছিলো বিএনপি। শৃধুমাত্র জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য হাজার হাজার কোটি টাকা যা কিনা জনগণের, সেই টাকা ধ্বংস করেছে। তাই বলবো ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমান বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস। তেমনিভাবে দলের নেতাকর্মীরা হচ্ছে সাংগঠনিক উৎস। তাই নিপিড়ীত, নির্যাতিত, ত্যাগি নেতাকর্মীদের তৃনমুল পর্যায় থেকে মূল্যায়ন করতে হবে। সারা দেশের মধ্যে জিয়া পরিবার সবচাইতে বেশী নির্যাতিত, তাই তাঁরা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবে এটাই স্বাভাবিক। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন তাকে বিজয়ী করার জন্য আমরা ঘরে ঘরে যাবো। তাই সবাইকে বলতে চাই আমাদের মাঝে আমাদের মাঝে প্রতিযোগীতা ও প্রতিদ্বন্ধীতা থাকবে কিন্তু কোন বিভেদ থাকবেনা।

অনুষ্ঠানে ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য ডাঃ মুজিবুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মনির মল্লিক সহ প্রমুখ নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com